Nadda-Rajnath-Shah-Nirmala sworn in as minister in Modi’s third innings, BJP’s All India president JP Nadda took oath as minister in Kumaraswamy’s cabinet.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
মোদীর তৃতীয় ইনিংসে মন্ত্রিত্বের শপথ নাড্ডা-রাজনাথ-শাহ-নির্মলার, মন্ত্রিসভায় কুমারস্বামীওমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হাম সাংসদ জিতনরাম মাঁঝি মন্ত্রী পদে শপথ নিলেন। মন্ত্রী হিসাবে শপথ নিলেন ধর্মেন্দ্র প্রধান।ফের মন্ত্রিসভায় জায়গা পেলেন পীযূষ গোয়েল। রবিবার শপথ নিলেন তিনি।
মন্ত্রিত্ব পেলেন জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী।
প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার।গত সরকারের বিদেশমন্ত্রী এস জয়শংকরও মন্ত্রী হিসাবে শপথ নিলেন।
মন্ত্রী হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ।
মন্ত্রী পদে শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মন্ত্রী হিসাবে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি শপথ নিলেন।
শপথ গ্রহণ শুরু করলেন নরেন্দ্র মোদি। ঈশ্বরের নামে শপথ নিয়ে মোদি বললেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতি কর্তব্য পালন করবেন।
মোদির শপথ অনুষ্ঠানে হাজির শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানিরা। অনুষ্ঠানে অংশ নিতে ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। এদিন আমন্ত্রিতদের তালিকায় ছিলেন
মহম্মদ মুইজ্জু, প্রেসিডেন্ট, মালদ্বীপ
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, বাংলাদেশ
রনিল বিক্রমসিংহে, প্রেসিডেন্ট, শ্রীলঙ্কা
পুষ্পকমল দাহাল (প্রচণ্ড), প্রধানমন্ত্রী, নেপাল
শেরিং তোবগে, প্রধানমন্ত্রী, ভুটান
প্রবিন্দ যুগনাথ, প্রধানমন্ত্রী, মরিশাস
আহমেদ আফিফ, ভাইস প্রেসিডেন্ট, সেশেলস