November 2, 2024 6:53 am

১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 2, 2024 6:53 am

১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Nabanna: নবান্ন থেকে জুনিয়র চিকিৎসকদের কাছে ইমেল, আলোচনায় বসতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী,সাড়া দিলেন না চিকিৎসকরা

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Email from Nabanna to junior doctors, doctors did not respond

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তবে স্বাস্থ্যভবন ঢোকার ১০০ মিটার আগেই ব্যারিকেডের সামনে বসে পড়েন তাঁরা । সেখান থেকেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছে তাঁদের। রাত পর্যন্ত সেখানেই অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা।

এই অবস্থান চলাকালীন বিকেলে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁদেরকে একটি ইমেইল করেন । সেই ইমেইলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার কথা বলা হয়। জানানো হয়, মুখ্যমন্ত্রী কয়েকজন জুনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান । তাঁরা রাজি থাকলে এদিনই বৈঠক হতে পারে।

এই মেইল দেখে আরও ক্ষুব্ধ হয়ে যান চিকিৎসকরা। তাঁরা জানান, পদমর্যাদার দিক থেকে তাঁদের আন্দোলন স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে। তাই তাঁর কাছ থেকে মেইল আসাটা তাঁদের পক্ষে অসম্মানজনক। এই ইমেইল আসার পরেই তাঁরা একটি জেনারেল বডি মিটিং করেন। সেই মিটিংয়ের পর জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “নবান্ন থেকে মেইল আসেনি । আমাদের মেইল করেছেন স্বাস্থ্য সচিব। তবে সেখানে বলা হয়েছে দশজনের প্রতিনিধি দল যেতে পারবে। এই পুরো বিষয়টাই অসন্তোষ ও অপমানের আমাদের জন্য।পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন,আলোচনার পথ সব সময় খোলা রয়েছে। রাজ্য সরকার কোনও সদর্থক ভূমিকা নিলেই কথা বলা যেতে পারে । এখন তাঁরা বৈঠক করে সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কী করবেন

আন্দোলনকারীদের এহেন বার্তার পালটা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “ইমেল যেখান থেকেই করা হোক না কেন, আসতে বলা হয়েছিল নবান্নে।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top