The state administration is strict about the price of potatoes
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই বাজারে শাক সব্জির দাম ব্যাপক বেড়েই চলেছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আলুর দামও। খোলা বাজারে আলুর দাম ছুঁয়েছে প্রায় ৪০ টাকা কিলো, এবার এই নিয়েই কড়া বার্তা দিলেন মুখ্যসচিব।
এমনিতেই সব্জির দাম বাড়লে টাস্ক ফোর্সের তরফে বাজারে বাজারে পরিদর্শন করা হয়ে থাকে। এবার কালিপুজো থেকে ভাইফোটা পর্যন্ত আলুসহ সব্জির দাম নিয়ন্ত্রণের জন্যই পদক্ষপ গ্রহণ করা হয়। বাজারে বাজারে ঘুরে আলুর দাম নিয়ন্ত্রণ করতে আসরে নামছে টাস্ক ফোর্স, ইতিমধ্যেই যা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে থেকে। কালোবাজারি রুখতে এবং কোল্ড স্টোরেজে ইচ্ছাকৃতভাবে আলু আটকে রাখতেও যাতে না পারেন অসাধু ব্যবসায়ীরা সেদিকেও নজর দেওয়া হচ্ছে।