Biometric attendance is being made mandatory in Nabanna
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১২টায় অফিসে ঢোকা কিংবা চারটেয় অফিস থেকে বেরিয়ে যাওয়ার দিন শেষ! নবান্নের হাজিরায় এবার বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে।সূত্রের খবর, সরকারি কর্মচারীদের একাংশের ফাঁকিবাজি ঠেকাতে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য। এবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হল। নভেম্বর থেকেই চালু হচ্ছে হাজিরার নয়া পদ্ধতি।নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে অবশ্য কয়েকটি বিভাগের ক্ষেত্রে ছাড়ের উল্লেখ করা হয়েছে। বাকি সব বিভাগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক হাজিরার কথা বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যারা সদ্য চাকরিতে জয়েন করেছেন বা যাঁরা সদ্য বদলি হয়ে এসেছেন এবং স্টেনোগ্রাফার ছাড়া বাকিদের ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক।গত ১১ নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে নবান্নের সব দফতরে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্নের সব বিভাগে বায়োমেট্রিক বসানোর কাজও শেষ হয়েছে।