টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডবে বিপর্যস্ত মায়ানমারের জনজীবন। এখনও পর্যন্ত মায়ানমারে বন্যা ও ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জনের কাছাকাছি। নিখোঁজ রয়েছেন বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ত্রাণের জন্য অন্যান্য দেশগুলির কাছে সাহায্য চেয়েছে সেদেশের সরকার।
সূত্রের খবর, মায়ানমারে প্রায় ৩ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন ‘ইয়াগি’র দাপটে। জানা গিয়েছে, এর আগে ইয়াগির দাপটে ভিয়েতনাম, উত্তর থাইল্যান্ড, লাওসে প্রাণ হারিয়েছেন ২৬০ জনেরও বেশি মানুষ। ক্ষয়ক্ষতিও হয়েছিল প্রচুর।
শেষ খবর অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত বন্যায় ২৪টি সেতু, ৩৭৫টি স্কুল ভবন, একটি বৌদ্ধ মনেস্ট্রি, পাঁচটি বাঁধ, চারটি প্যাগোডা, সাড়ে চারশোর বেশি ল্যাম্পপোস্ট এবং ৬৫ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য ও পূর্ব মায়ানমারে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকাগুলির মধ্যে একটি হল ইউনেস্কোর ‘হেরিটেজ’ রাজধানী নেপিদে। গত ৬০ বছরের মধ্যে এই পরিমাণ বৃষ্টির জেরে কয়েক শতাব্দী প্রাচীন মন্দিরের দেওয়াল ধসে পড়েছে।এই পরিস্থিতিতে ত্রাণের জন্য অন্য দেশগুলির কাছে সাহায্য চেয়েছে সেদেশের সরকার।