In the class, the teacher gives dirty hints to the student, the teacher threatens the student
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিনদিন যেন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। আর জি কর কাণ্ড নিয়ে যখন দিকে দিকে এত প্রতিবাদ, আন্দোলন চলছে, সেই সময়ই রাজ্যের নানান প্রান্ত থেকে প্রতিদিনই নানান যৌন নির্যাতনের খবর সামনে আসছে। এবার ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল কলেজের শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার হাজি একে খান কলেজে। সেই কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে নোংরা ইঙ্গিত করার অভিযোগ উঠল। এই ঘটনায় ছাত্রীরা কলেজের অধ্যক্ষের কাছে নালিশ জানিয়েছেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।
ছাত্রীরা জানান, অভিযুক্ত শিক্ষক শিক্ষা বিষয়ের শিক্ষক। সম্প্রতি ক্লাস চলাকালীন এক ছাত্রী পিছনের বেঞ্চে বসে গল্প করছিলেন। সেই সময় ওই ছাত্রীর গায়ে অশ্লীলভাবে হাত দেন ওই শিক্ষক। ছাত্রী দ্রুত সরে যায়। এরপরই শিক্ষক ওই ছাত্রীদের হুমকি দেন। জানান, এই বিষয়ে কাউকে কিছু বললে এর ফল ভুগতে হবে তাদের।
ওই শিক্ষক ছাত্রীদের এমনও বলেন, যদি তাঁকে সঙ্গ দেয় ছাত্রীরা, তাহলে প্র্যাক্টিক্যালের নম্বর বাড়িয়ে দেওয়া হবে। আর যদি কথা না শোনে, তাহলে তাদের ফেল করিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন ওই শিক্ষক। এত কিছুর পর আর চুপ করে থাকেন নি ছাত্রীরা।
এই ঘটনায় কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানান ছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায়।