Municipal help desk is sitting in RG Kar Hospital.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে চলছে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে প্রতিবাদ। জুনিয়র ডাক্তাররা সরাসরি কর্মবিরতি না করলেও সম্পূর্ণ পরিবেষা মিলছে না আরজি করে। এমারজেন্সিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল কদিন আগেই। ফলে রোগী দুর্ভোগ চলছেই। এই অবস্থায় এগিয়ে এল পুরসভা। এবার আরজি কর হাসপাতালে বসছে পুরসভার হেলপ ডেস্ক। জটীল রোগ বা জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরজি করে অসুবিধা হলে রোগীদের দ্রুত যাতে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করবে পুরসভার এই কিয়স্ক। আরজি কর থেকে রোগীদের স্বাস্থস্বাথী কার্ডের মাধ্যমে রেফার করে দেওয়া হবে বেসরকারি হাসপাতালে, সেখানে পরিষেবা পাবেন রোগীরা।