Delhi’s bowling coach is Munaf Patel
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্যাপিটালস ক্রিকেট দলে এবার যেন আমুল পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে বিনিয়োগকারিরা। এমনিতেই জেএসডাব্লু গ্রুপের সঙ্গে জিএমআর গ্রুপ যোগ হওয়ার পর থেকেই টিম ম্যানেজমেন্টে কারা থাকবেন, সেই নিয়ে একটা টানাপোড়েন চলছেই। রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির মহিলা দলের।এরই মধ্যে এবার আসন্ন আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস দল বিশ্বকাপজয়ী তারকাকে বেছে নিল বোলিং কোচ হিসেবে। আগামী মরসুমে আইপিএলে দিল্লির বোলিং কোচের দায়িত্ব সামলাবেন মুনাফ প্যাটেল। এমনিতে প্রথম সারির ক্রিকেট থেকে তিন অনেকটাই দূরে থাকেন। ভেনুগোপাল রাও, হেমাঙ্গ বাদানিদের পর এবার মুনাফকে নিয়োগ করল তাঁরা।