Mukul Roy was taken off ventilation, stable for now
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুকুল রায়ের স্বাস্থ্য নিয়ে খানিকটা সুখবর শোনা গেল। অক্সিজেন সাপোর্ট আছে, তবে ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছে। আচ্ছন্নভাব পুরোপুরি না কাটলেও একটু-আধটু সাড়া দিচ্ছেন।
বৃহস্পতিবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে মুকুল রায়ের। তার পরে পর্যবেক্ষণে থাকাকালীন নতুন করে কোনও সমস্যা দেখা যায়নি বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালেই নিউরো আইসিইউতে চিকিসাধীন কৃষ্ণনগরের বিধায়ক। বুধবার রাতে কাঁচরাপাড়ায় নিজের বাড়িতেই আচমকা পড়ে গিয়েছিলেন মুকুল রায়। তারপর দু’বার বমিও করেছেন তিনি। এর পরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রবীণ রাজনৈতিক নেতা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে ৷ এবার ভেন্টিলেশনে থেকে বের করে নিউরো আইসিইউতে রাখা হয়েছে প্রবীণ রাজনীতিক মুকুল রায়কে।