Muhammad Yunus imposed conditions to maintain good relations with India.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য শর্ত আরোপ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, এই সম্পর্ক হতে হবে স্বচ্ছতা এবং সমতার ভিত্তিতে। শুধুমাত্র ভারত নয়, প্রতিবেশী দেশগুলির সঙ্গেও একই নীতিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ইউনূস।
বাংলাদেশের একটি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পড়ুয়াদের সঙ্গে মতামত বিনিময় করেন ইউনূস। সেখানেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে সমতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে এগিয়ে যাবে সেই বিষয়েও কথা বলেন ইউনূস। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে স্বচ্ছতা এবং সমতার ভিত্তিতে।’