We want good relations with neighboring states – relations should be based on justice and equality, Yunus’ message
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারত সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ন্যায় ও সমতার ভিত্তিতে সম্পর্কের কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর যেসব সরকারের প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায় এবং সমতার ভিত্তিতে।’বুধবার অন্তর্বর্তী সরকার গঠনের একমাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সরকার প্রধান টেলিফোনে এবং শুভেচ্ছাবার্তা পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারবৃন্দ আমার সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।