MP Sougat Roy said that Trinamul Congress does not need anti-social elements to win the elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতাদের অত্যাচারের কথা বারবারই প্রকাশ্যে এসেছে বিগত কয়েকদিনে। শেষ এক মাসে কামারহাটির জয়ন্ত সিং হোক বা রায়গঞ্জ, মুর্শিদাবাদ একাধিক জেলার তৃণমূল নেতাদের দাদাগিরির ছবি ধরা পড়েছে। এই নিয়ে একুশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়েছিলেন দলে শুদ্ধিকরণ প্রয়োজন। এবার একই সুরে সুর মেলালেন সাংসদ সৌগত রায়। বলাই বাহুল্য তিনি নাম না করেই দলের আরেক বিধায়কের অনুগামিদেরই নিশানা করেছেন। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমুল কংগ্রেসের ভোটে জেতার জন্য সমাজবিরোধীদের প্রয়োজন নেই, তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছ পা হওয়ার কোনও কারণ নেই। তৃণমূলের আরেক বিধায়ক নারায়ণ গোস্বামীও দলের একাংশের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। বলেছেন যদি কেউ নিজেকে কেউকেটা ভাবে, লেজ মোটা হয়ে থাকে, ভেবে থাকে কেউ তাঁকে ছুঁতে পারবে না। তাহলে তাঁরা ভুল ভাবছেন, কারণ দলের শুদ্ধিকরণ অভিযানে নেমেছেন স্বয়ং অভিষেক বন্দোপাধ্যায়। সেক্ষেত্রে তাঁর হাত থেকে পার পাবেন না কেউ।