Tmc MP Jahar Sarkar sent formal resignation letter to Jagdeep Dhankhar on Thursday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চলা নাগরিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ পদ এবং দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন জহর সরকার। বলেছিলেন সরকারের প্রতি এ রকম ‘অনাস্থা’ আগে দেখেননি।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রবিবার সাংসদ পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি।
এবার বৃহস্পতিবার রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র পাঠালেন তৃণমূল সাংসদ জহর সরকার। সংসদীয় বিধি মেনে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ধনখড়ের সশরীরে দফতরে হাজির হয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন জহর।জহরের ইস্তফার ফলে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১২। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভা আসনের মধ্যে একটি খালি হয়ে গেল। তৃণমূলের ১২ জন ছাড়াও এ রাজ্য থেকে বিজেপির দুই এবং বামেদের এক জন রাজ্যসভা সাংসদ রইলেন।