India’s bowling coach Morney Morkel gave a big message about Shubman Gill
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুভমন গিল আপাতত ধরে নেওয়া হয়েছে প্রথম টেস্টে খেলতেই পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবেও ক্রিকেটারের নাম প্রায় বেছে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দেবদূত পাডিক্কলকে সরাসরি অজিদের ডেরায় তিনে পাঠানো হতে পারে। শুভমন গিলের বুড়ো আঙুলে ফিল্ডিংয়ের সময় চোট লাগে। এরপর স্ক্যানের রিপোর্ট সামনে আসলে জানা যায়, তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে। ফলে তাঁর ম্যাচে নামার সম্ভাবনা কম। যদিও ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল বলছেন, শুভমন গিল এখনও পুরোপুরো টেস্ট থেকে ছিটকে যায়নি। প্রতিদিন ওর চোটের উন্নতি হচ্ছে। টেস্টের দিন সকালেই ওর চোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ওকে খেলানো হবে কিনা।