Morne Morkel can be the bowling coach of the Indian cricket team
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে পারেন মর্নি মরকেল। দঃ আফ্রিকার এই তারকা পেসারকে দলের বোলিংয়ের দায়িত্ব তুলে দিতে চাইছেন গৌতম গম্ভীর। শেষ কয়েকদিন ধরেই বিভিন্ন নাম ভাসছে এই পদের জন্য। প্রথমে বিনয় কুমারের নাম নিয়ে আলোচনা হলেও তাঁকে নিতে চায়নি বিসিসিআই। এরপর জাহির খানের নাম প্রকাশ্যে আসে। যদিও গৌতম গম্ভীর নাকি জানিয়েছেন নিজের কোচিং স্টাফ ইউনিটের পুরনো সদস্য মর্নি মরকেলকে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দেখতে চান তিনি। দঃ আফ্রিকার এই তারকার প্রোফাইল অবশ্য যথেষ্ট ভালো, দেশের হয়ে তিন ফরম্যাটে সুনামের সঙ্গে খেলার পাশাপাশি কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। অবশ্য জাহির খানের মতো বিশ্বকাপ জিততে পারেননি তিনি। আগামী দু-একদিনের মধ্যেই পুরো বিষয়টি নিশ্চিত হতে চলেছে।