the government is worried about monkeypox,no case of monkeypox has been reported in India yet.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আফ্রিকা মহাদেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এবার সতর্ক হল ভারত সরকার।
এয়ারপোর্টে সতর্কতা জারি, হাসপাতালে জরুরি বিভাগ তৈরি রাখার নির্দেশ দিল স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, হাসপাতালগুলিকে বলা হয়েছে রোগীর শরীরে র্যাশ দেখা দিলে তাদের আইসোলেশন ওয়ার্ডে আলাদা করতে।এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে যা যৌনমিলন সহ সাধারণ শারীরিক সংস্পর্শে আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
দিল্লির সফদারজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রোগীদের আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR) এবং নাক থেকে নমুনা সংগ্রহের। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বিমানবন্দরগুলিকেও।
ভারতে এখনও কারও এমপক্সে আক্রান্ত হওয়ার খবর আসেনি। তবে পড়শি দেশ পাকিস্তানে গত ১৬ অগাস্ট তিনজনের এই জীবাণু সংক্রমণ ধরা পড়ে।
আসুন জেনে নিই কি কি উপসর্গ দেখা দিতে পারে: প্রবল জ্বর হতে পারে। মাঙ্কিপক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে। ত্বকে র্যাশ দেখা যেতে পারে। সেই র্যাশ আবার সময়ের সঙ্গে সঙ্গে লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে। হাত, পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই র্যাশ।
এই রোগের উপসর্গ দেখলে যা করবেন: প্রথমেই এই রোগের উপসর্গ দেখলে পরীক্ষা করাতে হবে। জ্বর, ক্লান্তি, গা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।
মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায়। যদি এই ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে আসেন, তবে আগে থেকেই আলাদা থাকা ভালো। তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে।
আলাদা থাকার সঙ্গেই গোসলের গামছা, তোয়ালে আলাদা করতে হবে। যতক্ষণ না পরীক্ষার ফল হাতে আসছে, ততক্ষণ সতর্ক থাকতে হবে।