Mohun Bagan defeated East Bengal in a tiebreaker in Uttar Pradesh Chief Ministers Cup.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: উত্তর প্রদেশের চিফ মিনিস্টার্স কাপে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে দিল মোহনবাগান দল। উত্তর প্রদেশে খেলার উন্নতির জন্য সেখানে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে ইস্টবেঙ্গল মোহনবগানের রিজার্ভ দলই খেলে। হলেই বা, আখেরে তো ডার্বি। তাই সমর্থকদের চোখ ছিল সেদিকেই। সেখানে সায়ন ব্যানার্জি অযতা মাথা গরম করে লালকার্ড দেখলেন, সেই সুবাদেই সুযোগ পেয়েও ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারল না লালহলুদ। নির্ধারিত সময় ম্যাচ ১-১ থাকার পর খেলা গড়াল টাইব্রেকারে, সেখানে গিয়ে নিষ্পত্তি হল। মোহনবাগান দল জিতে মাঠ ছাড়ল। টাইব্রেকারে ৩-২ গোলে লালহলুদ ব্রিগেডকে হারাল সবুজ মেরুন শিবির। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন সুহেল ভাট, ইস্টবেঙ্গলের গোল করেন কে আশিক।