Mohun Bagan Super Giants will take on Delhi FC in Jamshedpur on August 23.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ২৩ অগাস্ট জামশেদপুুরে মোহনবাগান সুপার জায়ান্ট মাঠে নামবে দিল্লি এফসির বিরুদ্ধে। এই ম্যাচ একপ্রকার বদলার ম্যাচ মোহনবাগানের কাছে। কারণ দিল্লি এফসির কারণেই মোহনবাগানের রক্ষণভাগের বড় অস্ত্র আনোয়ার আলি ইস্টবেঙ্গলে চলে গেছে। তবে দিল্লির মুখোমুখি হওয়ার আগে বেশ সমস্যায় বাগান শিবির। দলে চোটাঘাত বা কার্ডজনিত কোনও সমস্যা না থাকলেও জামশেদপুরের ব্যবস্থাপনায় খুশি নয় বাগান ফুটবলার, কর্তারা। আসলে হোটেলের ঘর নিয়ে যেমন সমস্যা রয়েছে তাঁদের, তেমনই অনুশীলনের মাঠও পাওয়া যাচ্ছে না মনের মতো। মূল মাঠ জেআরডি কমপ্লেক্সে অনুশীলন করতে দেওয়া হবে না, তা আগেই জানানো হয়েছিল। এদিকে ম্যাকলারেনের মতো হাইপ্রোফাইল বিশ্বকাপারকে যেখানে সেখানে অনুশীলনে নামানো যাবে না, ফলে মাঠ নিয়ে বেজায় সমস্যায় পড়েছে বাগান শিবির।