Sadiqur gave advantage to Mohun Bagan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মোহনবাগানকে সুবিধা করে দিলেন এফসি গোয়ার ফুটবলার তথা প্রাক্তন মোহনবাগান ফুটবলার আর্মান্দো সাদিকু। এবারের আইএসএলে গোল করেই চলেছেন এই স্ট্রাইকার। গতবার তাঁকে ছাঁটাই করে যে ফুটবলারদের মোহনবাগান রেখে দিয়েছিল, তাঁরা এখনও তেমন নজর কাড়তে না পারলেও আইএসএলে এবারে ৭টি গোল করা হয়ে গেল সাদিকুর। এবার এফসি গোয়া ২-১ গোলে হারিয়ে দিল পঞ্জাব এফসিকে। সেই সুবাদেই নিজেদের দ্বিতীয় স্থান বজায় রাখতে পারল মোহনবাগান। কারণ গোয়ার সঙ্গে ম্যাচে যদি পঞ্জাব জিতে যেত, তাহলে তারা বাগানকে টপকে যেতে পারত। ম্যাচের ১৩ মিনিটেই পঞ্জাবকে এগিয়ে দেন সুজিলিচ। এরপর ২২ মিনিটে গোয়াকে সমতায় ফেরান আর্মান্দো সাদিকু। এরপর ৪৯ মিনিটে গোয়াকে ২-১ এগিয়ে দেন ইকার গুয়ারেটজেনা। তিন নম্বরে উঠে এল এফসি গোয়া দল।