Mohun Bagan are in the quarter-finals of the Durand Cup, but Jamie McLaren will not play
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ডুরান্ড কাপ থেকে আগেই ছিটকে গিয়েছে মহমেডান। এরপর কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে শিলং লাজংয়ের কাছে হেরে গিয়েছে তারা। কলকাতা থেকে ডুরান্ডের শেষ ব্যাটন রয়েছে মোহনবাগানের হাতে। গতবারের চ্যাম্পিয়নদের কাছে চ্যালেঞ্জ এবার ট্রফি ধরে রাখা। এই পরিস্থিতিতে এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ।
সাংবাদিকদের মুখোমুখি হয়েখোসে মলিনা জানান, জেমি ম্যাকলারেন দলে নেই। গ্লেন মার্টিন শেষ চারদিন অনুশীলন করেননি। ও খেলবে না। আশিক কুরুনিয়ান খেলতে পারবে না। গোলকিপার ধীরাজ সিংকে নেওয়া হয়নি। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সের সহ্গে রয়েছেন মনবীর সিং, লিস্টন কোলাসো। ডিফেন্সে ভরসা হচ্ছেন টম আলড্রেড। পাঞ্জাবকে পরাস্ত করতে পারলেই মোহনবাগান চলে যাবে সেমিফাইনালে। আর সেখানে খেলতে পারেন জেমি ম্যাকলারেন।