Mohun Bagan in Durand semi-final
ডুরান্ড কাপ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক :ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জয় মোহনবাগানের। টাইব্রেকারে পঞ্জাব এফসিকে হারিয়ে দিল সবুজ মেরুন শিবির। নির্ধারিত সময় খেলার ফল ৩-৩ থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানেই ম্যাচের ফয়সলা হয়। অবশ্য টাইব্রেকারেই ফয়সলা হয়নি, ম্যাচ গড়ায় সাডেন ডেথে।সেখানে গিয়ে জয় পায় বাগান। এক্ষেত্রে বলাই বাহুল্য মোহনবাগান গোলের নিচে অতন্দ্র প্রহরীর মতোই দলকে রক্ষা করেন বাগানের গোলরক্ষক বিশাল কাইথ। শেষ শট শুধু তিনি সেভ দিয়েছেন তাই নয়, টাইব্রেকারেও সেভ দেন। কারণ মোহনবাগানের জ্যাসন কামিনস প্রথম শটই মিস করেন, বারে লেগে তা প্রতিহত হয়েছিল। শেষ পর্যন্ত ৬-৫ গোলে জিতে সেমিতে পৌঁছাল মোহনবাগান সুপার জায়ান্টস।