Mohun Bagan was not punished by AFC, although the game was not played in the league
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে না যাওয়ার জন্য বড় শাস্তির মুখে পড়ল না মোহনবাগান সুপার জায়ান্ট দল, তাঁদেরকে এএফসির তরফে জানানো হল, নতুন করে কোনও শাস্তি তাঁদের দেওয়া হচ্ছে না। তবে এর আগেই যে সিদ্ধান্ত তাঁরা নিয়েছিলেন অর্থাৎ মোহনবাগানকে এই প্রতিযোগিতা থেকে এবারের মতো বাতিল করার, সেই সিদ্ধান্তই বহাল থাকল। অর্থাৎ ইরানে আল নাসেরসহ বাকি দলগুলোর খেলা বাতিল করে দেওয়া হয়েছিল সেদেশে যুদ্ধের পরিবেশ সৃষ্টি হওয়ায়। তবে সেদেশে মোহনবাগান না যাওয়ায় পাল্টা মোহনবাগানের ওপরই শাস্তির খাড়া ঝুলছিল। যদিও অন্য দলগুলোর ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, এযাত্রায় মোহনবাগানকে আর নতুন করে বড় কোনও শাস্তি দিল না এএফসি।