The Pak Board is unhappy with the Champions Trophy issue
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, এই জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই ভারতও খেলতে যেতে নারাজ। কোনও পরিস্থিতিতেই তাঁরা সেখানে যাবে না বলে দিয়েছে। এই অবস্থায় আইসিসিও পড়েছে বিপাকে। তাঁরা পাকিস্তানকে জানিয়েছে ভারতের উদ্বেগের বিষয়টা। পাল্টা পাক বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি শুরু থেকেই বলে আসছেন খেলা সেদেশ থেকে কোনওভাবেই সরবে না। হাইব্রিড মডেলের একটা তত্ব খাড়া হয়েছিল গতবারের এশিয়া কাপের মতো। কিন্তু তাঁরা যে সেই মডেলও কোনওভাবেই মানবেন না তা স্পষ্ট করে দিচ্ছেন মোহসিন নকভি। পরিস্কার ভাষাতেই সম্প্রতি তিনি বলেছেন, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচই সড়বে না।