Kerala Blasters in front of Mohammedan on Sunday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রবিবার মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। মোহনবাগানের বিরুদ্ধে ৩ গোলের হার ঝেড়ে ফেলার লক্ষ্যেই তাঁরা নামছে কেরলের বিপক্ষে। এবারের আইএসএলের অন্যতম শক্তিশালী দলেরই নাম কেরল ব্লাস্টার্স। নোয়াহ সাদুরা শুরুটা তেমন ভালো না করলেও যখন তখন ম্যাচের রং বদলে দিতেই পারে। সাদা কালো শিবির তাই যথেষ্ট সতর্ক এই ম্যাচে। মোহনবাগানের বিরুদ্ধে হারের ফলে স্রেফ পয়েন্ট নয়, গোল পার্থক্যও ধাক্কা খেয়েছে মহমেডানের। সাদা কালো শিবিরের কোচ তাই যেন তেন প্রকারেন জয় তুলতে চাইছে কেরলের বিপক্ষে। শেষ দুই সপ্তাহে ছেলেদের আরও ভালো করে অনুশীলন করে কম্বিনেশন বুঝিয়ে দেওয়া সুযোগ পেয়েছেন আন্দ্রে চেরনিশভ।