Mohammedan Sporting Club won the last match of their group league in the Durand Cup.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ডুরান্ড কাপে নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে জিতল মহমেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ছিল ডুরান্ড গ্রুপ লিগে তাঁদের শেষ ম্যাচ। সেখানেই সাদা কালো শিবির ১-০ গোলে হারিয়ে দিল ইন্ডিয়ান নেভিকে। এবারের ডুরান্ডে একদমই আনকোরা এবং বলতে গেলে জুনিয়র দল নিয়ে নেমেছিল সাদা কালো শিবির, তাও বেঙ্গালুরুর বিপক্ষে দুরন্ত লড়াই দিয়ে ৩-২ গোলে হেরেছিল, অপর একটি ম্যাচ ড্র হয়। শেষ পর্যন্ত ইন্ডিয়ান নেভিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শেষ করল তাঁরা। ২৪ মিনিটে সাদা কালো ব্রিগেডের হয়ে দুরন্ত গোল করেন সুজিত সিং, এরপর আর গোলের দেখা পায়নি কোনও দলই। সুজিতের গোলের সৌজন্যেই শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ে মহমেডান। ৩ ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেও গ্রুপ স্টেজ টপকানো হল না গতবারের আইলিগ চ্যাম্পিয়ন দলের।