Mohammedan Sporting Club match canceled due to rain
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারি বৃষ্টি এবং খারাপ আলোর জন্য বাতিল হয়ে গেল কলকাতা লিগের মহমেডান স্পোর্টিং বনাম মেসার্স ক্লাবের ম্যাচ। খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সাদা কালো শিবির। কিন্তু খেলা দ্বিতীয়ার্ধে আর শুরু করা যায়নি বৃষ্টি এবং খারাপ আলোর কারণে। রেফারিরা মাঠ পরিদর্শন করে জানিয়ে দেন ম্যাচ শেষ করা সম্ভব নয়। এরপরই ম্যাচ পরের একটি দিনে পিছিয়ে দেওয়া হয়। যদিও আইএফএর তরফে এখনও এই ম্যাচের পরবর্তী দিন জানানো হয়নি। দ্রুত তা জানানো হবে। মহমেডান স্পোর্টিং ক্লাবের কলকাতা লিগে এটি ছিল শেষ গ্রুপের ম্যাচ। সেখানে লাঙ্গাইসাকার গোলে ৬ মিনিটেই এগিয়ে গেছিল মহমেডান। এই অবস্থা থেকেই পরের দিন ম্যাচ শুরু হবে।