The Kolkata League mini derby draw took place at the Naihati Stadium
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের মিনি ডার্বি ড্র হল। ইস্টবেঙ্গলের সঙ্গে মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ শেষ হল ২-২ গোলে। প্রথমে জোড়া গোল করে এগিয়ে গেছিল সাদা কালো শিবির। তাঁরা চ্যাম্পিয়নশিপের দৌড়ে সেভাবে না থাকলেও মর্যাদারক্ষার ম্যাচে এগিয়ে থেকেই শুরু করতে চেয়েছিলেন। কিছুটা হলেও যেন ছন্নছাড়া ফুটবল খেলে লালহলুদ। সামাদের গোলে মহমেডান এগিয়ে গেলেও ৪০ খেলায় ফেরে বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গলকে কাঙ্খিত গোলের দেখা পাওয়ান স্ট্রাইকার জেসিন টিকে। তিনি জোড়া গোল করে ম্যাচ থেকে ১ পয়েন্ট এনে দিলেন ইস্টবেঙ্গলকে, সেই সঙ্গে তাঁর দলও জোরালোভাবেই রইল কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে। মহমেডানের হয়ে গোলদুটি করেন সামাদ এবং রবিনসন।