Mohammedan Sporting Club lost the first match of ISL.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইএসএলের প্রথম ম্যাচে হেরে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহাসিক ম্যাচে তাঁরা খেলতে নেমেছিল আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সাদা কালো শিবির গোটা ম্যাচে ভালো ফুটবল খেললেও ম্যাচের সংযুক্তি সময় গোল হজম করে বসে, তাতেই ম্যাচ হেরে যায় তাঁরা। ম্যাচের অন্তিম লগ্নে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন বিদেশি ফুটবলার আলাদিন। ম্যাচের শেষদিকে সাদা কালো শিবিরের আর্জেন্তাইন ফুটবলার অ্যালেক্সিস গোমেজ মাঠ ছাড়েন, চোটের জন্য। সারা ম্যাচেই দুরন্ত ফুটবল খেলেছিলেন তিনি। সেই গোমেজ মাঠ ছাড়তেই সাদা কালো রক্ষণে টানা আক্রমণ করতে থাকে ডুরান্ড কাপ জেতা নর্থইস্ট ইউনাইটেড। শেষ পর্যন্ত আলাদিনের গোলেই ১-০ গোলে মহমেডানকে হারিয়ে কলকাতা থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরল উত্তরপূর্বের এই দল।