Mohammedan are coming to play their seventh match in the Kolkata League on Thursday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা লিগে নিজেদের সপ্তম ম্যাচে খেলতে নামছে সাদা কালো শিবির। মহমেডানের তরফে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগের ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে হেরে গেছে তাঁদের দল। মহিতোষ রায়রা সেরকম নজর কাড়তে পারেননি। আবার যদি পয়েন্ট নষ্ট হয়, তাহলে লিগ জয়ের দৌড়ে বড় অঘটন ঘটে যেতে পারে, তাই পাঠচক্রের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়েই ঝাঁপাতে প্রস্তুত সাদা কালো শিবির। পাঠচক্র দল আসলে ইউনাইটেডেরই সেকন্ড দল বলা যায়, ফলে তাঁরাও যে কঠিন লড়াই দেবে তা বলাই বাহুল্য। এখনও পর্যন্ত ৬ ম্যাচ থেকে মহমেডানের পয়েন্ট ১০। ফলে এই ম্যাচ তাঁদের কাছে মাস্ট উইন বলা যায়। ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ সেটপিস অনুশীলন করানো হয় সাদা কালো ফুটবলারদের।