Mohammed Shami is going to make a comeback after 1 year in the Ranji Trophy match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মধ্য প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ১ বছর পর প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ শামির। ভারতীয় দলের এই ক্রিকেটার গত বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাব করেছেন। অবশেষে তিনি বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নামার ফিটনেস সার্টিফিকেট পেয়েছেন। বুধবার থেকেই শুরু বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচ, তার আগেরদিনই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিডস্টার। বাংলা দলে তাঁর প্রত্যাবর্তনের জেরে সুরজ সিন্ধ জয়সওয়ালকে বসতে হতে পারে। কর্ণাটকের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার পর শামি দলে যোগ দেওয়ায় বাংলা শিবির আরও আত্মবিশ্বাসী, তাঁদের বোলিং আরও শক্তপোক্ত হবে।