Modi may take oath as Prime Minister on 9 june
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগামী ৯ জুন, বুধবার সন্ধে ৬টায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লির কর্তব্য পথে শপথ নেবেন নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা ৷ সূত্রের খবর, এর আগে মোদির শপথের জন্য ৮ জুন নির্ধারিত ছিল ৷ সেই তারিখের পরিবর্তন হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ যদিও এখনও ৯ তারিখ রবিবার শপথের দিন হিসাবে চূড়ান্ত সিলমোহরের অপেক্ষায় রয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন ৷
জানা গিয়েছে, সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমে খবর ছিল, রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা যায় রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। সাজসজ্জার কাজের জন্য বুধবার থেকে রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হয়েছে।