Prime Minister Narendra Modi targeted Rahul Gandhi in the campaign ahead of the second phase.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ। দ্বিতীয় দফার আগে প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই। এরই মধ্যে রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের একটি আসন থেকে আগেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর বামেরা অখুশি হলেও তারা মেনে নেন। কংগ্রেসের এই হেভিওয়েট নেতা তথা গান্ধী পরিবারের সদস্য গতবার আমেঠি থেকেও ভোটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানির বিপক্ষে হেরে যান।এবারের ভোটেও এখনো পর্যন্ত সেই কেন্দ্রে কোন প্রার্থী দেয়নি কংগ্রেস। অনেকে ধরে নিচ্ছেন সেখান থেকে ফের প্রার্থী হতে পারেন রাহুল গান্ধী। তারই আগে রাহুল গান্ধীকে নিশানা করে এক জনসভা থেকে নরেন্দ্র মোদি বললেন,’ জল্পনা তৈরি হয়েছে যে অন্য আসনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন’। ২৬ এপ্রিল ভোট রয়েছে কেরলের আসনে। প্রধানমন্ত্রীর দাবি সেখানে রাহুল গান্ধী হেরে গেলে এরপর অন্য আসন তাকে খুঁজে বের করতে হবে জেতার জন্য। গরীব মানুষ ও কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে কংগ্রেসই প্রধান অন্তরায় হয়ে দাড়িয়ে ছিল, দাবি করেন প্রধানমন্ত্রী।