Narendra Modi congratulated ‘friend’ Trump in social media message
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই আবহে বিশ্বের তাবড় নেতারা তাঁকে স্বাগত জানাতে শুরু করেছেন। আর সেই তালিকায় প্রথম সারিতেই নাম লেখালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়া বার্তায়। মোদী লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আশা করব আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার হবে। আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরিয়ে আনার জন্য আমি অপেক্ষা করে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’