The restaurant owner is now in court against MLA Soham Chakroborty
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোহম চক্রবর্তিকে ছাড়ার পাত্র নন নিউ টাউনের হোটেল মালিক আনিসুল আলম। কয়েকদিন আগেই কার্যত গুন্ডাগিরির অভিযোগ ওঠে তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিক এক আপাত নিরিহ কথা বললেও পাল্টা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন সোহম, এমনই অভিযোগ। কিন্তু সোহমের কথা পাত্তা না দিতেই তৃণমূল বিধায়ক চড়াও হন সেই রেস্তোরাঁ মালিকের ওপর। আনিসুল আলমও সেই ভিডিয়ো মিডিয়া এবং পুলিশের কাছে দিয়েছেন, অভিযোগও জানিয়েছেন। কিন্তু পুলিশ তাঁকে বিষয়টি মিটমাট করে দেওয়ার চাপ দিচ্ছে বলে জানিয়েছেন আনিসুল। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাঁকে কিভাবে ফেলে মারা হয়েছে, অথচ পুলিশ তা দেখেও ব্যবস্থা নিচ্ছে না। এবার পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েই আদালতের দ্বারস্থ হলেন সেই রেস্তোরাঁর মালিক। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা ওঠার কথা, শুক্রবার শুনানি হতে পারে।