Mithun Chakraborty’s first wife Helena Luke passed away
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রয়াত হয়েছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক ৷ রিপোর্ট অনুযায়ী, রবিবার আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় হেলেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী কল্পনা আইয়ার ৷ ১৯৪৫ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারের পর বলিউডে জনপ্রিয়তা লাভ করেন হেলেনা ৷ তাঁকে মর্দ ছবিতে দেখা গিয়েছিল বচ্চনের বিপরীতে ৷
তার সঙ্গে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিবাহিত সম্পর্ক ছিল মাত্র চার মাসের ৷ বিয়ের চারমাসের মাথায় তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে ৷ রবিবার সকাল ৯.২০ মিনিটে ফেসবুকে তাঁর লাস্ট পোস্ট দেখা যায় ৷ যেখানে তিনি লেখেন, “কীরকম একটা অস্বস্তি অনুভূতি হচ্ছে ৷ জানি না কেন ৷ খুব কনফিউসড লাগছে ৷” সেইদিনই হেলেনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷
স্টারডাস্ট ম্যাগাজিনের সাক্ষাৎকারে মিঠুনের সঙ্গে চারমাসের বিয়ে সম্পর্কে তিনি মুখ খোলেন ৷ সেই বিয়েকে হেজি ড্রিম বলে আখ্যা দিয়েছিলেন তিনি ৷ সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বিয়ে যদি না হত ভালো হত ৷ মিঠুন আমার ব্রেনওয়াশ করেছিল ৷ সে আমায় বুঝিয়েছিল আমার জীবনে সেই পারফেক্ট ৷ দুর্ভাগ্যবশত সে সফল হয় ৷”গুঞ্জন উঠেছিল, ফের নাকি মিঠুনের সঙ্গে তিনি থাকতে শুরু করবেন ৷ এমন গুঞ্জনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মিঠুনের কাছে কোনওদিন ফিরব না ৷ ও যতই বড়লোক হোক না কেন ৷ আমি বিবাহ বিচ্ছেদের পর খোরপোশও চাইনি তাঁর কাছ থেকে ৷ ওর সঙ্গে বিয়ে জীবনে ভয়ঙ্কর স্বপ্নের মতো ৷ আর সেটা শেষ হয়েছে ৷”