Veteran actor Mithun Chakraborty has been selected for the Dadasaheb Phalke Award
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার X প্ল্যাটফর্মে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত জুরির নাম ঘোষণা করেছেন। ভারতীয় চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিশিষ্ট অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হবে। আগামী ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিশিষ্ট অভিনেতাকে পুরস্কার প্রদান করা হবে।
বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছিল মিঠুনের কেরিয়ার। প্রথম ছবি ‘মৃগয়া’-তে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এরপরও দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী।আগামী ৮ ই অক্টোবর ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এ সম্মান প্রদান করা হবে মিঠুন চক্রবর্তীকে। ৭০ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী এই পুরস্কার তুলে দেওয়া হবে।