Actor and BJP leader Mithun Chakraborty is threatened in the video
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শাহরুখ ও সলমনের পর এবার হুমকিবার্তা পেলেন বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ পাকিস্তানের গ্যাংস্টার শহজাদ ভট্টি এক ভিডিওতে এই হুমকি দিয়েছেন। সম্প্রতি দুবাই থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তার দাবি, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আঘাত লেগেছে। তাই নিজের মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে। ১৫ দিনে মধ্যে ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে।
সম্প্রতি বিজেপির এক জনসভায় অমিত শার উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। সেখানেই মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক বিতর্কিত মন্তব্য নিয়ে সুর চড়ান অভিনেতা। তিনি বলেন, ‘আমাদের এখানকার এক নেতা বলেছিলেন এখানে ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। কিন্তু বলেননি। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’
মিঠুনের সেই মন্তব্য তুলে ধরেই এবার ভিডিও বার্তায় তাঁকে হুমকি দিতে দেখা গেল পাকিস্তানের গ্যাংস্টারকে। ভিডিওতে ভট্টিকে বলতে শোনা গিয়েছে, ‘উনি বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাঁদের সম্পর্কে এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিৎ নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব।’