November 5, 2024 5:13 am

২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 5, 2024 5:13 am

২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Min Swapan Debnath: ‘রাত জাগো’র সঙ্গে মদ্যপানে যাওয়া মহিলাদের তুলনা, বেফাঁস মন্ত্রী স্বপন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Minister Swapan Debnath’s pointless comments compared women who go drinking with ‘Raat Jago’

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্দেশের সুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আরজি কর ইস্যু বা জুনিয়র ডাক্তারদের নিয়ে কোনও মন্তব্য যেন দলীয় নেতা-কর্মীরা না-করেন ৷ কিন্তু, সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখালেন মমতার মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ ৷ রাত দখল কর্মসূচি নিয়ে মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য তাঁর মুখে ৷ রাজ্যের মন্ত্রীর মন্তব্য, রাত দখলের নামে মদের দোকানে গিয়ে মদ খাচ্ছেন মেয়েরা ৷ আর তাঁদের নিরাপত্তার জন্য রাত জাগতে হচ্ছে প্রশাসনকে ৷

সোমবার পূর্ব বর্ধমানের কালনা নতুন বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অংশ নেওয়া মহিলাদেরকে গভীর রাতে মদের দোকানে মদ খেতে যাওয়া মহিলাদের আমাদেরই পাহারা দিতে হচ্ছে ৷” স্বপন দেবনাথের এহেন মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷

মন্ত্রী বলেন, “রাত ১১ টাতেই হোক কিংবা দু’টো হোক, বাংলায় রাত জাগার পরিবেশ আছে বলেই তো, তাঁরা রাত জাগতে পারছেন ৷ আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, তা মুখ্যমন্ত্রী সমর্থন করেন ৷ তিনি ফাঁসির দাবি করেছেন ৷” সরকার আছে বলেই মহিলারা রাতে আন্দোলনের নামে মদের দোকানে যেতে পারছেন বলে দাবি স্বপন দেবনাথের ৷মন্ত্রী বলেন, “আমরা আছি বলেই তো এসব করতে পারছেন ৷ এটা তো মানতে হবে ৷ এটা তো অস্বীকার করে লাভ নেই ৷ আমার এলাকায় একটা দোকানে দেখেছি মেয়েরা রাতে মদ কিনতে যায় ৷ সেই খবর পাওয়ার পরে, আমি দেখতে যাই কোন মেয়েরা সেখানে রাতে মদ খেতে যায় ৷ আমি হোটেলে গিয়ে বলে এসেছি মেয়েরা যেন মদ না-পায় ৷ কারণ, সেখানে যদি কোনও অঘটন ঘটে যায়, সেটাও তো আমাকে দেখতে হচ্ছে ৷”

নিজের বক্তব্যের সাফাইও দিলেন মন্ত্রী ৷ তিনি বলেন, “আমি কোনও মহিলাকে অসম্মান করার জন্য বলিনি ৷ আজ বলতে বাধ্য হচ্ছি ৷ কারণ, তাঁদেরকে তো রাতে পাহারা দিতে হচ্ছে ৷ বাবা-মা কি খোঁজ নেবেন না ? বাবা-মা কি জানতে চাইবেন না, মেয়ে রাতে কোন মদের দোকানে যাচ্ছে ? আন্দোলন করুক, মিটিং-মিছিল করুক ৷ কিন্তু, তাঁদের তো জানতে হবে মেয়ে কোথায় গেল ৷ না-হলে কিছু ঘটলে তো সেই দায় আমাদের উপরেই চাপছে ৷”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top