Go back slogan to Mimi Chakraborty in the night occupation program
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাত দখলের কর্মসূচিতে গিয়েও ফিরে আসতে হল তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে। জুনিয়র ডাক্তারদের ডাকে প্রথম রাত দখলের ২১ দিনের মাথায় ফের একবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নারীদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। প্রায় ২৭দিন কেটে গেলেও এখনও সকল দোষিদের চিহ্নিত করা সম্ভব হয়নি, বিষয়টি খোলসা না হয়ে আরও জট পাকাচ্ছেন অভিযুক্ত সঞ্জয় রাইও। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ধরা হলেও তাঁর দুর্নীতিকাণ্ড নিয়ে আদৌ চিন্তিত নন প্রতিবাদীরা, বরং আরজি করকাণ্ডে বিচার চাইছেন। এই দাবিতে সামিল হয়ে বুধবার রাতে যাদবপুর ৮বিতে প্রতিবাদ কর্মসুচিতে উপস্থিত হয়েছিলেন মিমি চক্রবর্তীও। কিন্তু তাঁকে দেখে পাল্টা গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণ দাঁড়ানোর পর তিনি জায়গা ছেড়ে চলে যান। প্রসঙ্গত তিনি এর আগের রাত দখলের দিনও প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজনৈতিক রং ভুলে।