The cause of Pakistani pain to Pakistanis! In three years, 1 million skilled workers have left the country and migrated to other countries
মুনমুন রায় প্রতিনিধি:পাকিস্তানের ৪০ শতাংশ মানুষ আর দেশে থাকতে চাইছেন না। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ৩ বছরে পাকিস্তানের ১০ লাখ দক্ষ শ্রমিক দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য দেশে। এদের মধ্যে রয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়াররাও। বর্তমানে পাকিস্তান মুদ্রাস্ফীতির জালে জর্জরিত। কর্মসংস্থান নেই। বর্তমানে, এটাই চিত্র পাকিস্তানের। পাকিস্তান নিজেদের দেশের সমস্যা মেটানোর চেয়ে ভারতকে বিপদে ফেলার জন্যেই বেশি ভাবনা চিন্তা করেছে। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে পাকিস্তানের অর্থনীতিতে। পাকিস্তানের অর্থনীতির হাল তলানিতে ঠেকেছে। গোট দেশটাই ঋণে জর্জরিত। আর্থিক উন্নতির কোনও দিশা দেখাতে পারছেন না দেশের নেতারা। এরকম এক পরিস্থিতিতে দেশ ছাড়ছেন লাখ লাখ পাকিস্তানি।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় করাচিতে এক অনুষ্ঠানে গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই পরিস্থিতির জন্য দায়ী সে দেশের ভেঙেপড়া অর্থনীতি এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধি। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনেও তেমনটা উঠে এসেছে। বিগত প্রায় আড়াই বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল। সে কথা এখন আর কারও অজানা নয়। বহু দিন ধরেই সে দেশ আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারছেনা। পাকিস্তানের পাহাড়প্রমাণ ঋণের বোঝার প্রভাব পড়েছে সে দেশের বাজারে। ব্লুমবার্গের ওই প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ থেকে রান্নার গ্যাস এবং পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে পাকিস্তানের সরকার। যার ঠেলা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সে দেশের সাধারণ মানুষকে।