Computer screens turned blue due to outages in Microsoft servers around the world.
আন্তর্জাতিক
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:মাইক্রোসফট সার্ভারে বিভ্রাটের জেরে নীল হয়ে গেল বিশ্বজুড়ে বিভিন্ন জায়গার কম্পিউটারের স্ক্রিন। ব্যাহত হল সারা বিশ্বের ব্যাঙ্ক থেকে শুরু করে এয়ারলাইন্সের পরিষেবা। সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম ক্রাউডস্ট্রাইকে সমস্যার কারণে বিভিন্ন সংস্থার স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। সার্ভার সমস্যার কারণে পরিষেবাগুলি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ইন্ডিগো, স্পাইসজেট-এর মতো বিমান সংস্থাগুলি। বন্ধ হয়ে যায় বিমানবন্দরে চেক ইন, চেক আউট ব্যবস্থা এমনকি বুকিংও।আমেরিকান এয়ারলাইন্স, জরুরি কল সেন্টারের পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
এই নীল স্ক্রিনকে প্রযুক্তির পরিভাষায় বলা হয় ব্লু স্ক্রিন অফ ডেথ। ক্রাউডস্ট্রাইক আপডেট হওয়ার কারণেই এই সমস্যা বলে জানিয়েছে উইন্ডোজ। এই সমস্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থাগুলিও।
অন্যান্যদের মতো তাঁদের পরিষেবাও ব্যাহত হয়। চেক ইন, বোর্ডিং পাস পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি।
বিশ্বব্যাপী, ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে তাদের সিস্টেমে উইন্ডোজ ক্র্যাশ হয়েছে। স্ক্রিনটতে দেখাচ্ছে আপনার কম্পিউটার সমস্যায় পড়েছে এবং একটি পুনরায় চালু করতে হবে। এই প্রক্রিয়াটিকে ব্লু স্ক্রিন অফ ডেথ বলা হচ্ছে।