Metro services were suspended for about 5 hours due to water logging at metro stations. But now it’s normal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের জেরে একটানা বৃষ্টি হয়েছে কলকাতায়। জলমগ্ন শহরের একাধিক জায়গা। হাঁটু জল জমে যায় পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেও। স্টেশনের জল গিয়ে প্রবেশ করে মেট্রো ট্র্যাকের উপরও ৷ এর ফলে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা।
অবশেষে ভোগান্তি থেকে মুক্তি ৷ প্রায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক হল কলকাতার মেট্রো পরিষেবা ৷ পাম্প করে নামানো হয়েছে স্টেশনের জমা জল ৷ এরপর ফের পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষবা চালু হয়েছে ৷ স্টেশনে জল জমার বিষয়ে মেট্রোরেলের বিরুদ্ধে অভিযোগে সরব হন নাগরিকরা ৷ তবে গাফিতলির অভিযোগ উড়িয়ে দিয়েছে রেল ৷
কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “রেলের কোনও গাফিলতি নেই। কলকাতা শহরজুড়ে জল জমে রয়েছে ৷ সেই জল বেরতে পারছে না৷ তাই স্টেশনে জল চুইয়ে ঢুকে যাচ্ছে ৷ নাগরিকদের পরিষেবা দিতেই, স্টেশনের জল পাম্প করে বের করে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে ৷”
পালটা কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ সদস্য তারক সিংয়ের দাবি, “পার্কস্ট্রিট এলাকার জল তিন জায়গা দিয়ে বের হয়। সেই তিনটি পাম্পিং স্টেশন জল ঠিকঠাক বেরোচ্ছে। ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর জুড়ে । জল নামতে একটু সময় দিতে হবে।”