Metro Rail services on Green Line also on Sundays
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুজো আসছে, তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে রবিবার দিনও গ্রিনলাইনে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রবিবার দিনও চলবে গঙ্গার তলা দিয়ে মেট্রো। মূলত এই মেট্রো এতদিন অফিস কর্মীদের জন্যই রাখা হয়েছিল, সেই কারণে অফিসনের দিনগুলি অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো চলত। কিন্তু দুর্গাপুজোর আগেই রাজ্যবাসিকে বিশেষ উপহার দিল মেট্রো রেল। এবার থেকে পরীক্ষামুলকভাবে রবিবার দিনও চালানো হয়ে গঙ্গার নিচ দিয়ে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা। ভালো ফিডব্যাক পেলে তা পরবর্তী সময় স্থায়ীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। পুজোর দিনগুলোও চলতে পারে রবিবারের পরিষেবা।