A person jumped into Shobhabazar metro, died
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের মেট্রোয় ঝাঁপ। শোভাবাজার মেট্রোয় ঝাঁপ দেয় এক ব্যক্তি। এদিন দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার জেরে ব্যহত মেট্রো পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার আমজনতা।
জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২ টা বেজে ৩৬ নাগাদ মেট্রোটি দমদম ছাড়ে। ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ পৌঁছয় শোভাবাজারে। প্রচুর যাত্রীর ভিড় ছিল স্টেশনে। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। বিষয়টি বোঝামাত্রই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন-দুই লাইনেই আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। শুরু হয় উদ্ধার কাজ।শহরের লাইফ লাইন মেট্রো। অতি অল্প সময়ে যা যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। সেখানেই লাগাতার এহেন ঘটনায় বিরক্ত যাত্রীরা।