Mega Border Gavaskar series starts from Friday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে শুরু মেগা বর্ডার গাভাসকর সিরিজ। সম্মানরক্ষার লড়াইয়ে মুখোমুখি জসপ্রীত বুমরাহর ভারত, আর প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ায়। ধারে ভারে এই ম্যাচের আগে আপাতত এগিয়ে রয়েছে অজিরাই। কিন্তু সব হিবেস নিকেষ পাল্টে দিতে পারে যসস্বী জয়সওয়াল, বিরাট কোহলি,ঋষভ পন্তরা। ভারতীয় দলের তিন পেসারই ম্যাচের প্রথম একাদশে থাকতে চলেছে। আকাশদীপ এবং মহম্মদ সিরাজ থাকতে পারেন জসপ্রীত বুমরাহর সঙ্গে। ফাস্ট এবং বাউন্সি পিচ হওয়ায় ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের যেমন বুঝে খেলতে হবে, তবে টিম ইন্ডিয়ার বোলারদেরও শুরুতেই উইকেট তুলে হবে, অস্ট্রেলিয়াতে শুরু থেকে চাপে রাখতে গেলে।