Congress supremo Sonia Gandhi met the Prime Minister of Bangladesh on Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন শেখ হাসিনা। রবিবার ব্যস্ততার কারণে তাঁর কোনও তেমন কর্মসূচি ছিল না, কিন্তু সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এলেন কংগ্রেসের সুপ্রিমো সনিয়া গান্ধি। ছেলে রাহুল গান্ধি, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করলেন সনিয়া। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে দুই পরিবারের। সেই সূত্রেই দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করলেন সনিয়া। শেখ হাসিনার বাবার সঙ্গে ইন্দিরা গান্ধীর অত্যন্ত সুসম্পর্ক ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ককে সব রকমের সাহায্য করেছিল ইন্দিরা গান্ধীর সরকার, সেই সুবাদেই স্বাধীনতা পায় তাঁরা। সেই থেকেই গান্ধী পরিবারের সঙ্গে হাসিনার পরিবারের সুসম্পর্ক রয়েছে।