This time there is a complaint of gang rape in Medinipur’s Potashpur
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসলে পশ্চিমবঙ্গে। ধর্ষণ যেন ব্যাধিতে পরিণত হয়েছে। অপরাধিদের কোনও ভয়ই নেই। আরজি কর হাসপাতালের ভিতর ঢুকে চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেও যেভাবে অপরাধিদের আড়াল করা হয়েছে, তা বাকিদের এই ঘৃণ্য কাজ করতেই আরও মদত জোগাচ্ছে বলে মত বিরোধি দলগুলোর। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও ধর্ষণের ঘটনা সামনে এল। বাড়ির এক বধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর তাঁকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল। অভিযুক্তকে ধরে ফেলে গণধোলাই দিল এলাকাবাসি। দুজন প্রতিবেশি সেই মহিলার মুখে কাপর বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি যাতে জানাজানি না হয়, তাই মহিলাকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। ছেলে গিয়ে মাকে দেখতে পেয়ে গ্রামবাসিদের সাহায্যে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। এলাকায় পৌঁছেছে ভুপতিনগর থানার পুলিশ।