BJP wants to break the state into pieces to weaken the federal structure – Md Salim
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভার বাদল অধিবেশনের প্রথম থেকেই চরম উগ্র হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে ঝাড়খন্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, ‘‘ ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার প্রয়োজন রয়েছে। এই জেলাগুলিকে ব্যবহার করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছে।’’
এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘বিজেপি টুকরো টুকরো করে রাজ্যকে অস্থির করে তুলতে চাইছে। আরএসএসের দর্শনই হল দেশের ভাষাভিত্তিক রাজ্যের অস্তিত্বকে অস্বীকার করে ৫০টি ছোট ছোট রাজ্য তৈরি করা। এরফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা সম্ভব। নিশিকান্ত দুবে সেই কথাই বলেছেন।’’