Non-communal, the comments of the Kolkata Metropolitan on the viral video
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরেই বারবার বিজেপি নেতাদের কটুক্তির সামনে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর করা এক মন্তব্যকে হাতিয়ার করেই বিজেপির তরফে সুকান্ত মজুমদাররা ববি হাকিমের সমালোচনা করেছিলেন। এই নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন কলকাতার মহানাগরিক। সুকান্ত মজুমদারের দেওয়া ভিডিয়োতে একটি ধর্মের হয়ে কথা বলতে শোনা গেছিল ফিরহাদ হাকিমকে, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দ্য হোয়াইট বাংলা। এরপর তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতারা। যদিও শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এই নিয়ে প্রশ্ন উঠতেই ববি হাকিম সরাসরি জানিয়ে দেন, তিনি যেমন নিজের ধর্ম মেনে চলেন, তেমন দুর্গাপুজো, কালি পুজো করেন। এক্ষেত্রে কেই যদি তাঁকে সাম্প্রায়িক মনে করে তাহলে সে নিজে মুর্খ, অর্থাৎ এক্ষেত্রে সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকেই একহাতি নিয়েছেন ফিরহাদ হাকিম।