Mayank Yadav is out of the field due to injury once again
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ফের একবার চোটের জন্য মাঠের বাইরে ভারতীয় জোরে বোলার মায়াঙ্ক যাদব। এই মাত্র কটা দিন আগেই দিল্লির এই পেসার ভারতীয় দলের জার্সিতে অভিষেক করেছেন।বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলেন। যদিও আগের থেকে বোলিংয়ের গতিতে অনেকটাই রাশ টেনেছিলেন তিনি। মনে করা হয়েছিল, এর জেরে তাঁর চোট পাওয়ার প্রবণতা কমতে চলেছে। কিন্তু সেই আশায় জল পড়ল। ফের একবার চোটের জন্য তিনি ফিরলেন এনসিএ। ফলে তাঁর দঃ আফ্রিকা সিরিজে খেলতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল বলা যায়। যা পরিস্থিতিতে তাতে কোনওভাবেই তিনি আগামী তিন মাসের আগে মাঠে নামতে পারবেন না বলেই মনে করছএ এনসিএর ক্রিকেট বিশেষজ্ঞরা।